ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহবান জানিয়েছে।
সমিতির সভাপতি তৌফিক এহেসান আজ বলেন, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ি ৩১ মার্চ তারিখ পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
এই সময়সীমা বর্ধিত করে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
তিনি এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের সকল বিত্তবান ব্যবসায়ীদের স্ব স্ব এলাকায় অসহায়দের সহযোগিতা করার আহ্বান জানান এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করেন।