ঢাকা মাতাতে আসছেন বিদ্যা

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে এবার সামনাসামনি দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশি ভক্তরা। ২০১৮সালের ১৯ জানুয়ারি ঢাকা মাতাতে আসছেন তিনি।

বিনোদনভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল হ্যাপিনেসের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ তিনি। এই আয়োজনটি হবে রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠে

বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির চেয়ারম্যান জহিরুল ইসলাম মিন্টু। কিছুদিন ধরেই টিভিটির কারিগরি প্রস্তুতি চলছে। গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য দেন তিনি।

জহিরুল ইসলাম মিন্টু বলেন, জমকালোভাবে আমাদের টিভির উদ্বোধনী আয়োজন করতে চাই। সে কারণেই ১৯ জানুয়ারি ধানমণ্ডির আবাহনী মাঠটি আমরা বেছে নিয়েছি।

তিনি জানান, শুধু বিদ্যাই নন, অনুষ্ঠানে আরো অংশ নেবেন কলকাতার গায়ক নচিকেতা, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিসহ অনেকে।

বিদ্যা বালান বলিউড চলচ্চিত্রের পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তরুণ বয়সেই চলচ্চিত্রের সঙ্গে তার সম্পৃক্ততা ঘটে এবং ১৯৯৫ সালে ‘হাম পাঞ্চ হিন্দি সাইটকম’-এর মাধ্যমে বড় পর্দায় তার আগমন।

আজকের বাজার: আরআর/ ১২ ডিসেম্বর ২০১৭