৫ দফা দাবিতে গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টা পরিবহণ ধর্মঘট চলছে।
বুধবার সকাল থেকেই ঢাকার উদ্দেশ্যে শুভযাত্রা, যাত্রীসেবা পরিবহণের বাস চলাচল করলেও দূর পাল্লার অন্য কোনো পরিবহণ চলতে দেখা যায়নি। স্বাভাবিক রয়েছে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার চলাচলও।
বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও মানিকগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের দুটি সংগঠনের মধ্যে গেল কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। দুই পক্ষই নিজেদের বৈধ কমিটি বলে দাবি করছে।
এরই জেরে একপক্ষ গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে সমন্বয় করে এই অবরোধের ডাক দেয়।
আজকের বাজার/আরজেড