ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ধীরগতি

পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ।

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া চলমান বিআরটি প্রকল্পের কাজ ও সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত থাকার কারণেও গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি যানবাহনের আধিক্যের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া চলমান বিআরটি প্রকল্পের কাজ, সড়কে খোঁড়াখুঁড়ি এবং বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি স্বাভাবিক গতিতে চলছে না।

যানজট নিরসনে ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় জেলার হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকরা কাজ করছে।

আগামী ১২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালন করবে দেশবাসী।