চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এমদাদুল হক খান সবুজ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উপারিয়া গ্রামের জোলস খানের ছেলে।
জানা যায়, ঢাকার গাড়িতে উঠতে সড়ক পার হচ্ছিলেন এমদাদুল হক খান সবুজ। ওই সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান