দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচলা বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ও পাবনামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও কোন বাস চলাচল করছে না। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি ও শাহজাদপুর পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের কারণে শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে পাবনার সঙ্গে ঢাকা-বগুড়ার বাস চলাচলও করতে দেয়া হচ্ছে না। তবে বিকল্প রাস্তায় পাবনা-ঢাকার কিছু দূরপাল্লার বাস চলছে।
আজকে রাজার/এমএইচ