আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন একাদশ সাধারণ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন টেলিফোনে বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ভোটকেন্দ্র হলো ঢাকা সিটি কলেজ।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র অনুযায়ী, ভোটের দিন ৩০ ডিসেম্বর সকালের দিকে ভোটকেন্দ্রে যাবেন শেখ হাসিনা।
আজকের বাজার/এমএইচ