আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার রাজধানীতে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ৬৫ প্লাটুন মাঠে কাজ করবে এবং বাকি ১০ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পরে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির জনপ্রিয়তার জন্য একটি পরীক্ষা হিসেবে মনে করা হচ্ছে। এর আগে ঢাকা সিটি নির্বাচনে তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হলেও হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা উদযাপনের জন্য সেটি দুদিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন(ইসি)। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান