চলমান ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যেয়ে শনিবার পৃথক হামলায় আহত হয়েছেন তিন সাংবাদিক।
তারা হলেন- অনলাইন নিউজ পোর্টাল আগামিনিউজ ডটকমের রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন, পরিবর্তন ডটকমের ফটো সাংবাদিক ওসমান গনি এবং একটি সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবাল।
বেলা ১১টার দিকে মোহাম্মাদপুর এলাকার রায়েরবাজার সাদেক খান রোডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর হামলার শিকার হন সুমন।
হামলায় গুরুতর আহত সুমনকে প্রথমে জেএইচ শিকদার উইমেন’স মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়।
রাজধানীর টিকাতুলি এলাকায় ছবি ও ভিডিও ধারণের সময় হামলার শিকার হন পরিবর্তন ডটকমের সাংবাদিক ওসমান গনি।
অপরদিকে, সকাল ১০টার দিকে নিকুঞ্জ এলাকার জানে আলম স্কুল ভোট কেন্দ্রে হামলার শিকার হন বার্তা সংস্থার বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবাল। পরে তাকে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে নেয়া হয়।
প্রসঙ্গত, সকাল ৮টায় শুরু হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ