বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে বিভিন্ন জনসভায় ভাষণ দেবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ ডিসেম্বর তিনি রাজধানীর গুলশান এলাকায় একটি জনসভায় ভাষণ দেবেন এবং ২২ ডিসেম্বরে সিলেটে দু’টি
মাজার জিয়ারতের পাশাপাশি সেখানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
শেখ হাসিনা আগামী ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে সফর করবেন এবং আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগদান করবেন।
আওয়ামী লীগ সভাপতি আগামী ২৪ ডিসেম্বরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।