ঢাকা-১০ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আজ। দুপুরে রাজধানীর আগারগাঁও-এ ইটিআই ভবনে ছয় প্রার্থীর মাঝে প্রতীক বণ্টন করেন রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন।
এ আসনে প্রতিদ্বন্দ্বি ছয় প্রার্থীর সবাই তাদের দলীয় প্রতীক নিয়ে লড়ছেন। এর মধ্যে আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন-নৌকা, বিএনপির শেখ রবিউল আলম-ধানের শীষ, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান-লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী-হারিকেন, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী-ডাব ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র আব্দুর রহীম লড়বেন-বাঘ প্রতীক নিয়ে।
প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনে ইভিএম ভোট গ্রহণ করা হবে। এছাড়া আজ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ দুই আসবে ভোট হবে ব্যালটে।
আজকের বাজার/আখনূর রহমান