ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে সোমবার জানিয়েছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর।
গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শুন্য হয়। অপরদিকে, গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর মধ্যে দিয়ে ঢাকা-১৮ আসনটি শুন্য হয়।