ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতি

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করতে গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রায় চার দিন পর বাসভবন থেকে বের হলেন তিনি।

৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সেখানে যান এবং প্রায় ৪৫ মিনিট মেন্দিরে অবস্থান করেন্। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসায় গিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে যান আইনমন্ত্রী। প্রায় ২৪ মিনিট ভেতরে অবস্থানের পর বিকাল ৪টা ৩৯ মিনিটে বেরিয়ে আসেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বেরিয়ে আসার পরপর বাসা থেকে সস্ত্রীক বের হন প্রধান বিচারপতি। এরপর তিনি চলে যান পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে।

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি আইনমন্ত্রী। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানান, প্রধান বিচারপতি বিশ্রামে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

গত ২ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিন রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে। তিনিই বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭