ঢাকেশ্বরী মন্দিরে ভারতের অর্থমন্ত্রী

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন, ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

৪ অক্টোবর বুধবার সকাল ৮টার দিকে তিনি ঢাকেশ্বরী মন্দির যান। এসময় মহানগর সার্বজনীন পূজা কমিটি সদস্যরা, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পূজা কমিটির সদস্যরা ভারতের অর্থমন্ত্রীকে দুটি ছোট প্রতিমা উপহার দেন।

পরে মন্দিরে কিছু সময় অবস্থান করে আরতি পাঠ ও প্রার্থনায় অংশ নেন ভারতের অর্থমন্ত্রী। কুশল বিনিময় করেন সবার সঙ্গে। এ সময় অরুণ জেটলির সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তিন দিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন ভারতের অর্থমন্ত্রী। বিকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। দুপুরে সচিবালয়ে তার গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭