ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৫তম আন্তঃহল (ছাত্র-ছাত্রী) সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের বিভাগে অমর একুশে হল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে জগন্নাথ হল।
ছাত্রীদের বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রানার আপ হয়েছে। ছাত্রদের বিভাগে অমর একুশে হলের ছাত্র মো: সাইফুল ইসলাম রাসেল এবং ছাত্রীদের বিভাগে শামসুন নাহার হলের ছাত্রী সাদিয়া ইসলাম মুনা সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।
বুধবার এই প্রতিযোগিতার উদ্বোধনী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: আফতাব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরএম/এমআর