ঢাবিতে থ্রিডি এ্যানিমেশন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘থ্রি-ডি এ্যানিমেশন ইন বাংলাদেশ’ বিষয়ক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস)-এর কনফারেন্স কক্ষে সিম্পোজিয়ামটি দু’টি পর্বে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এ্যানিমেশন ল্যাবরেটরীর উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামের প্রথম পর্বে থ্রি-ডি এ্যানিমেশন শিল্পের উদ্যোক্তা, বিজ্ঞাপনী সংস্থা, ইলেকট্রনিক মিডিয়া ও এ বিষয়ের শিক্ষাবিদরা আলোচনা করেন।
দ্বিতীয় পর্বে ‘ফিউচার অব এ্যানিমেশন ইন্ডাষ্ট্রি ইন বাংলাদেশ’ শিরোনামে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অ্যানিমেশন ল্যাবের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম বক্তব্য রাখেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকোর স্টুডিওস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মুরাদ আবরার।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেশন ল্যাবরেটরীতে গত দুই বছরের শিক্ষার্থীদের নির্বাচিত কিছু প্রজেক্ট প্রদর্শিত হয়।