ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে।
সোমবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনেএ স্মেলন শুরু হয়।
Gender, Rights and Choices: Access to Justice in a Megacity শীর্ষক সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলেনেয়ার সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, গ্লোবাল লিগ্যাল ইম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক-এর সিনিয়র উপদেষ্টা মারলন জে ম্যানুয়েল, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-এর পরামর্শক ব্যারিস্টার ফারিয়া আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস জাহান প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-এর অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর সারা হোসেন স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়-বিচার ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পেশাজীবী, আইনজীবী, শিক্ষক, গবেষক ও সমাজকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এবার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সমাজের সকল স্তরে লিঙ্গ বৈষম্য নিরসন এবং নারীদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, আইনজীবী, গবেষক এবং মানবাধিকার কর্মীগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
আরএম/