ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুলাই) বিকালে ক্যাম্পাসের জগন্নাথ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, পাবনার মাইদুল ইসলাম (২৬) ও রংপুরের স্বপন মিয়া (২৪)।
জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম সরকার ইউএনবিকে বলেন, শ্রমিকরা সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ওপর তলায় কাজ করছিলেন। দুর্ভাগ্যজনকভাবে বিকাল ৪টার দিকে তারা নিচে পড়ে যান।
পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ