ঢাবিতে ভালোবাসার মাতৃ ভাষা সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৫ ঘটিকায় টি, এ,সি প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা, ৫২ ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সম্মান জ্ঞাপন রেখে "ভালোবাসার মাতৃ ভাষা" শ্লোগানে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ শোভাযাত্রা উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড.মোঃআখতারুজান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ম.সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাবেক সভাপতি, মাহমুদুুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি, তানভীর হোসেন শান্ত, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম টুববুস। ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ তুষার, শোভাযাত্রা টি এ সি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, ফুলার রোড ঘুরে অপরাজয় বাংলা এসে শেষ হয়। বিভিন্ন হলের শিক্ষার্থীর এ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।