ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগে ‘মাস্টার্স অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ নামে নতুন একটি কোর্স চালু করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে ‘মাস্টার্স অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতি অনেক এগিয়েছে। তবে সেভাবে দক্ষতা বাড়েনি। যে কারণে বিদেশ থেকে হাজার হাজার মানুষ বাংলাদেশে উচ্চ বেতনে কাজ করছে। এই অভাব পূরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন টেক্সেশন কোর্স চালু করা হয়েছে। এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে অডিটিং, টেক্সেশন, ব্যাংক ম্যানেজমেন্ট, কনসালটেন্সি ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা বাড়বে বলে জানান মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হাকিম, অধ্যাপকড. খন্দকার হামিদ উল্লাহ ভূইয়া, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের(সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও অর্থ সম্পাদক মনির হোসেন উপস্থিতি ছিলেন। এআইএস বিভাগ ও সিএমজেএফ যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই বছর মেয়াদী ‘মাস্টার্স অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তিচ্ছু প্রার্থীর অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা, আইন অথবা অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো প্রার্থীর সিজিপিএ ২.৫০ এর কম অথবা তৃতীয় বিভাগ থাকলে ভর্তি হতে পারবেন না। বছরে দুইবার এ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পয়েন্ট থাকবে ৭০। ব্যাচেলর ডিগ্রি ও ভাইভার উপর ২০ পয়েন্ট থাকবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অধিক অভিজ্ঞতা থাকলে আরও ১০ পয়েন্ট পাবেন প্রার্থী। দুই বছরের এ কোর্সটি সম্পন্ন করতে প্রার্থীর প্রায় আড়াই লাখ টাকার মতো লাগতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিস্তারিত তথ্য ও ভর্তির আবেদন ফরম পেতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যোগাযোগ করতে পারেন- প্রোগ্রাম অফিস, কক্ষ নম্বর ৩০০৩, এমবিএ ভবন, বিজনেস স্টাডিস অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শুক্রবারে অফিস খোলা থাকবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আবেদন ফরম আগামী ২৭ জুলাই পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট সকাল ১১টায়।
এছাড়াও ‘মাস্টার্স অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন +৮৮০২৮১৪১৮৪৯, +৮৮০১৮১৭৬৮৪২০২; ইমেইল-mzr.rahman@gmail.com, mizan@du.ac.bd।
আজকের বাজার: এমএম/এলকে ৬ জুলাই ২০১৭