ঢাকা বিশ্ববিদ্যালরের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
রোববার (২৭ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি স্বাক্ষরিত নিয়োগের কপি শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে আজই আদেশ জারি করা হবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি দ্রুত চলে আসবে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ঢাকা বিশ্ববিদ্যালরের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য।
অধ্যাপক সামাদ এর আগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (২০১২- ২০১৬) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপাচার্য হিসেবে নিয়োগ পেলে দীর্ঘ আট মাস প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকে।
আজকের বাজার/একেএ