ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ১৩.৪ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বাকি ৮৬ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।

বুধবার (৩ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

এবছর ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ৫৭২ জন। পাস করেছেন ১০ হাজার ১১৭ জন। আসন সংখ্যা ১ হাজার ৭৫০টি।

পরীক্ষার ফলাফল জানতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

তা ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে du ka টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

আজকের বাজার/এমএইচ