ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান দুপুর ১টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত শুক্রবার সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ ভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৩৮৩ আসনের বিপরীতে ৩৫ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
আজকের বাজার/এমএইচ