ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটে স্নাতক ১ম বর্ষের ফল প্রকাশ হবে আগামীকাল বৃহস্পতিবার।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এর ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আগামীকাল দুপুর ১টায় (কক্ষ নং-২১৪) অনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) প্রথমবারের মতো নতুন প্রশ্নপদ্ধতিতে ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ও বাইরের মোট ৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা হয়৷ ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন পরীক্ষার্থী আবেদন করে।
আজকের বাজার/এমএইচ