ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট হয়েছে।

ফাঁস হওয়া প্রশ্নে ওই ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার কারণে এর ভর্তি কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।

ঢাবির ভিসি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষা সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

ইউনূস আলী আকন্দ বলেন, ‘বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে আজ শুনানি হতে পারে।’

গত ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আর ফলাফল প্রকাশ করা হয় ১৬ অক্টোবর।

পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পরে। যার সাথে পরীক্ষার হলে সরবরাহ করা প্রশ্নের মিল পাওয়া যায়।

আজকের বাজার/এমএইচ