ঢাবির ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষায় পাসের হার ২৮.৫৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ২৮.৫৩ শতাংশ পরীক্ষার্থী।

রোববার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন।

‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে অঙ্কন পরীক্ষায় অংশ নেন ১ হাজার ২০২ জন শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ অঙ্কন পরীক্ষায় পাস করেছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ অক্টোবরের মধ্যে একই প্রক্রিয়ায় বিস্তারিত ফরম ও ‘চয়েস ফরম’ পূরণ করতে বলা হয়েছে।

২১ থেকে ২৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন কার্যালয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

আজকের বাজার/এমএইচ