ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)-এর এজিএস মো. সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর অনুচ্ছেদ ২০(১) (ম) অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্রলীগের পদচ্যুত সভাপতি ও রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার স্থলাভিষিক্ত হলেন ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক সাদ্দাম।
আজকের বাজার/এমএইচ