ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) ২০১৯-২০শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা হয়েছে।
আজ ঢাবি’র এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুলাই-ডিসেম্বর নির্ধারিত ফরমে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসের এম.ফিল ও পিএইচডি শাখার ৩২৩ নং কক্ষ থেকে এম.ফিল সনদপত্র অথবা সকল পরীক্ষা পাশের মূল নম্বরপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রকাশনা ও চাকরির প্রমাণপত্র এবং জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদ দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদন পত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়,আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ১টি ও সম্প্রতি তোলা দুই কপি ছবিসহ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের কাছ থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।