ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৫ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে সাড়ে ১১টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রযুক্তি ইউনিটের ৯৬০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৪,৮৪১জন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
ঢাবির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ অধিভুক্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ হলো: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ হলো: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার), সাভার ও শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোহাম্মদপুর।
আজকের বাজার : আরএম/এলকে ৩ জানুয়ারি ২০১৮