ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
শাহবাগ থানার এসআই নিজাম উদ্দীন বাসসকে জানান, সিআইডি আজ বিকেলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে এই চার্জশীট দাখিল করে।
ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় ২০১৭ সালের ২০ অক্টোবর মামলা দায়ের করা হয়। এঘটনায় সিআইডি ঢাবির শিক্ষার্থী মামুন ও রানাকে আটক করে। পরে, সিআইডি ভর্তি প্রার্থী রাফি নামের আরেকজনকে আটক করে।
একটি চক্র ভর্তি পরীক্ষা শুরুর আগে প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস করতো বলে সিআইডির তদন্তে পাওয়া যায়।