ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতেই গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (১৬জুলাই) রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি পরীক্ষায় যে পদ্ধতি রয়েছে সে অনুযায়ীই পরীক্ষা হবে। যদি সংস্কার করার প্রয়োজন হয়, তবে পরবর্তী বছরে করবো, এ বছর আগের মতোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য বলেন, জেনারেল এডমিশন কমিটি ভর্তি পরীক্ষা আগের নিয়মে নেওয়ার সুপারিশ করেছে । সংস্কার হলে পরবর্তী বছর হবে।
তিনি বলেন, আগামী ২৫ জুলাই আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আছে। সেখানে পরীক্ষায় সংস্কার বিষয়ে সিদ্ধান্ত হবে।
এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা আছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। তাই ভর্তি পরীক্ষায় এবারও আগের নিয়ম অনুসরণ করা হবে। আগামী বছর ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনা হবে, এ রকম একটা রেজুলেশন পাস হয়েছে সভায়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন।