ঢাবির ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।  সিদ্ধান্ত অনুযায়ী ১৪, ১৫, ২১, ২২ ও ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’র স্ট্যান্ডিং কমিটির ২৫৭তম সভায় বৃহস্পতিবার ভর্তির এ সময় নির্ধারণ করা হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির ওই মিটিং শেষে শেকৃবির জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বশিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় ভর্তিরএ সময় নির্ধারণ করা হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদের সভাপতিত্বে ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় উপস্থিত ছিলেন।

রাসেল/