ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ-সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৩ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি ভিসির পদের দায়িত্ব পালনের মেয়াদ অতিক্রম করে তাহলে বর্তমানে যিনি রয়েছেন তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের লক্ষে সিনেট তিনজনের নাম চূড়ান্ত করে। এর আগে হাইকোর্ট ওই সিনেট সভার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছিলন। যার ফলে ওই সিনেট সভা হতে আর কোনো বাধা ছিল না। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মতিন খসরু শুনানি করেন।
আজকের বাজার: আরআর/ ০৩ আগস্ট ২০১৭