ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)। তাদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিষদের এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
এসব শিক্ষার্থী ২০১৬ সালে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তি হন।
বৈঠক শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, সিন্ডিকেটের সভায় এই সুপারিশ কার্যকর করা হবে।
তিনি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানের এই ১৫ জনের জালিয়াতির বিষয়টি প্রমাণ হয়েছে।
আজকের বাজার: বি / ৪ জানুয়ারি ২০১৮