শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরিতে যোগদান না করায় পাঁচ শিক্ষককে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় অব্যাহতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অব্যহতি পাওয়া পাঁচ শিক্ষক হলেন- পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস। ঢাবি উপাচার্য ইউএনবিকে বলেন, শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও কাজে যোগদান না করায় ওই পাঁচ শিক্ষককে তাদের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান