সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের দরিদ্র ও মেধাবী আবাসিক শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে দেশের প্রতিথযশা আবাসন কোম্পানি দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল), লেক্সকো লিমিটেডে, ব্র্যাক ব্যাংক, এ ওহাব এন্ড কোম্পানি, কবি এসএম আবুল হোসাইন স্মৃতি ট্রাস্ট ও ঢাবি ব্যবসায় অনুষদ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন, লেক্সকো লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. হারুন আর রশিদের, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়ক ও আবাসন নিউজের সম্পাদক ইবনুল সাঈদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
৮৪ জন শিক্ষার্থীর মধ্যে এসইএল ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন ইবনুল সাঈদ রানা।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭