ঢাবি অধিভূক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ৭ সরকারী কলেজের ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বছর ৭ সরকারী কলেজে বাণিজ্য ইউনিটের ৮ হাজার ৭৮৫টি আসনের বিপরীতে পরীক্ষা দেয় প্রায় ২২ হাজার শিক্ষার্থী।
ঢাবি অধিভূক্ত ৭ সরকারি কলেজ হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারী তিতুমীর কলেজ ও সরকারী বাংলা কলেজ।
আজকের বাজার: আরএম/সালি, ৯ ডিসেম্বর ২০১৭