ঢাবি উপাচার্যের সঙ্গে আইএফইএস প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সিনিয়র গভর্নেন্স এডভাইজার এলিস্টেয়ার লেগ পিএসএম মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

একই সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার ড্যানিয়েল হোলিংসঅর্থ তার সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বিভিন্ন নির্বাচনী পদ্ধতির আধুনিকায়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

এরআগে, আইএফইএস প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে “People Against Violence in Elections (PAVE)” শীর্ষক দু’দিন ব্যাপী কর্মশালায় বক্তৃতা প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ২৮ জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে।

আরএম/