চীনের কুজিং নরমাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
অধ্যাপক ড.য়ু যুলিয়াং-এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও মতবিনিময় করেন।
এছাড়া, তারা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সালমা নাসরীন, অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান এবং জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
কুজিং নরমাল ইউনিভার্সিটিতে বাংলা বিভাগ চালু রয়েছে এ কথা উল্লেখ করে অধ্যাপক ড. য়ু যুলিয়াং উপাচার্যকে জানান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম গ্রহণে আগ্রহী। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ