ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের কাছ থেকে বৃহস্পতিবার একটি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী জানান, শিক্ষার্থীরা বেলা ১১টা ২০ মিনিটের দিকে ককটেলটি পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ রমনা থানায় খবর দেয়।
তারপর একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে এটি নিষ্ক্রিয় করে।
এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের কাজ হতে পারে বলে উল্লেখ করেন প্রক্টর।
সূত্র: ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান