ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে কোন প্রাকার নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে অশুভ শক্তিকে উৎসাহিত না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধও জানিয়েছে তাঁরা।
বুধবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁরা কখনো বলেনি যে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাবি ক্যাম্পাসে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও কর্মসূচি আয়োজনের জন্য সব সময়ই অনুমতির প্রয়োজন হয়। এটা নতুন কিছু নয়। প্রবেশ পথে সব সময়ই নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন করেন। মাঝেমধ্যে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং যথাযথভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে কর্তৃপক্ষের দিকনির্দেশনা দেয়া দরকার হয়। আমাদের সাম্প্রতিক পদক্ষেপ এসব কর্মকাণ্ডেরই অংশ মাত্র।
এর আগে গত ৯ জুলাই ঢাবি কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বহিরাগত অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।
আজকের বাজার/এমএইচ