ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ও বাইরের ৭২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ হাজার ১০৮ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৯ জন শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড: নাসরিন আহমদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
আজকের বাজার/এমএইচ