বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যায়ন বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমানকে পরবর্তী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেট সভায় তাকে এ নিয়োগ দেন বলে বৃহস্পতিবার ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড. আতিউর রহমান ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ নিয়ে আগামী এক বছর গবেষণা পরিচালনা করবেন। এর আগে উচ্চপর্যায়ের এক সিলেকশন কমিটি তাকে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগের সুপারিশ করে।
আতিউর রহমান ২০০৬ সালে উন্নয়ন অধ্যায়ন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।
আজকের বাজার/এমএইচ