ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বুধবার ১৩ ডিসেম্বর রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানান সিআইডি’র এএসপি (মিডিয়া) শারমিন জাহান।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর দুপুরে সিআইডির মালিবাগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিআইডি।

আজকের বাজার: আরআর/ ১৪ ডিসেম্বর ২০১৭