ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরবর্তী উপাচার্য নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেল ঠিক করেছেন আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সিনেটররা। এই প্যানেলে বর্তমান উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে কোষাধ্যক্ষ কামাল উদ্দিন এবং নীল দলের সাবেক আহ্বায়ক ও রসায়নের অধ্যাপক ড. আ. আজিজ রয়েছেন।
বিএনপি জামায়াতপন্থী সাদা দল এ অধিবেশন বর্জন করায় এই প্যানেলটিই চূড়ান্ত। ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলের সিনেটর সংখ্যা ৩৩ জন।
শনিবার ২৯ জুলাই বিকেল চারটায় সিনেটের এ বিশেষ অধিবেশন শুরুর আগে নীল দলের সিনেটরদের এক বৈঠকে এ প্যানেল চূড়ান্ত হয় বলে জানা গেছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেট অধিবেশনের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক শিক্ষক ও চার ছাত্র আহত হয়েছেন। বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ফটকের কাছে এই ঘটনা ঘটে।
আজকের বাজার: আরআর/ ২৯ জুলাই ২০১৭