ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হককে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে রবিবার (৯ এপ্রিল) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
একই সঙ্গে কারণ উল্লেখ ব্যতীত তাকে (ড. রিয়াজুল) বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে ঢাবি উপাচার্য, দুই উপ-উপাচার্য, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিয়াজুলের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীদের অশ্লীল চিত্র দেখানোর অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অধ্যাপক রিয়াজুল হককে বরখাস্তের সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ক্লাসে তিনি যেসব চিত্র দেখিয়েছেন তা পর্নোগ্রাফির পর্যায়ে পড়ে। এরপর ৭ মার্চ ঢাবির রেজিস্ট্রার এক চিঠিতে শিক্ষক রিয়াজুলকে ওই বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান। কিন্তু চিঠিতে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ এপ্রিল তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে রবিবার আদালত বরখাস্তের আদেশ স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন।