ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে সোমবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রবিবার রাতে ঢাবির দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণ করা হয়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওএসসিসি)চিকিৎসাধীন রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনার তদন্ত করছে। পুলিশের আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান