ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীবৃন্দ রাজধানীর কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থীর ধর্ষক কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করতে আহ্বান জানান।

মানববন্ধনে বক্তরা বলেন, ধর্ষকেরা সমাজে আমাদের সাথেই বসবাস করে। তারা আমাদের মা, বোন, বান্ধবিদের যেকোন সময় র্য্যাপ করতে পারে। আমাদের নিজ জায়গা থেকে ধর্ষক কে প্রতিহত করতে হবে। আজ যদি ধর্ষণ আমরা বন্ধ করতে না পারি একদিন এদেশ ধর্ষিতাদের দেশে পরিণত হবে।


কবি নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইনের সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সাংগঠিক সম্পাদক আইভি রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক আবদুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর সাবিক, ডিবেটিং সোসাইটির সভাপতি ফারিদ মুস্তাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।