ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সামিউল আলম সোহান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
বুধবার (৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, ডা. সামিউল আলম মোটরসাইকেল-যোগে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পার হয়ে শহীদুল্লাহ হল এলাকায় পৌঁছুলে এসময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।
উল্লেখ্য, ডা. সামিউল আলম বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর নেতা বলে জানা গেছে।
আরজেড/