ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার আরও একজনের মৃত্যু হয়েছে।
মৃত আওলাদ হোসেন (৩২) মুন্সিগঞ্জ সদরের পশ্চিম বাজি কশবার তফাজ্জল হোসেনের ছেলে। তিনি তৈরি পোশাক খাতে কাজ করতেন।
ঢামেকের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, আওলাদ পাঁচ দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।
এ পর্যন্ত ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে, যোগ করেন তিনি।
আজকের বাজার/এমএইচ